প্রথা [ prathā ] বি.
1 রীতি (প্রথাগত সৌজন্য);
2 প্রচলিত আচার, দেশাচার (সামাজিক প্রথা);
3 নিয়ম, পদ্ধতি (শিক্ষাদানের প্রথা)।
[সং. √ প্রথ্ + অ + আ]।
প্রথাগত বিণ.
1 আইনাগনুগ, নিয়মনির্দিষ্ট;
2 অনেকদিন ধরে চলে আসছে এমন, প্রচলিত (প্রথাগত শিক্ষা)।
প্রথানুগ বিণ. প্রথা অনুযায়ী।
প্রথাবিরুদ্ধ বিণ. প্রথার সঙ্গে মেলে না এমন, প্রথার সঙ্গে সংগতিহীন।
প্রথামতো ক্রি-বিণ. প্রথা বা নিয়ম অনুযায়ী (সাঁওতালদের প্রথামতো বিয়ে হল)।
Leave a Reply