প্রথমা স্ত্রী. প্রথম [ prathama ] বিণ.
1 আদি, আদিম (প্রথম যুগ, প্রথম প্রাণের আবির্ভাব);
2 আরম্ভকালীন (প্রথমাবস্হা);
3 শ্রেষ্ঠ, প্রধান (প্রথম পুরস্কার);
4 জ্যেষ্ঠ (প্রথম সন্তান);
5 নতুন, নবীন, অভিনব (প্রথম যৌবন);
6 পয়লা, এক নম্বর (মাসের প্রথম দিন);
7 সর্বাগ্রবর্তী (প্রথম সারি);
8 সর্বোত্কৃষ্ট, সর্বোচ্চ (পরীক্ষায় প্রথম হওয়া)।
[সং. √ প্রথ্ + অম]।
Leave a Reply