প্রত্যাখ্যান [ pratyākhyāna ] বি.
1 গ্রহণ বা স্বীকার না করা, অগ্রাহ্য করা, রাজি না হওয়া (প্রস্তাব প্রত্যাখ্যান করা);
2 উপেক্ষা, অনাদর;
3 পরিত্যাগ, পরিহার (আরামের জীবন প্রত্যাখ্যান করা)।
[সং. প্রতি + আ + √ খ্যা + অন]।
প্রত্যাখ্যাত বিণ. প্রত্যাখ্যান করা হয়েছে এমন।
প্রত্যাখ্যেয় বিণ. প্রত্যাখ্যানের যোগ্য।
Leave a Reply