প্রত্যন্ত [ pratyanta ] বিণ. প্রান্তবর্তী (প্রত্যন্ত প্রদেশ); সীমান্তের সন্নিহিত (প্রত্যন্ত পল্লি)।
☐ বি. 1 সীমান্ত (নগরের প্রত্যন্তে বাসকারী); 2 (সং.) ম্লেচ্ছদেশ।
[সং. প্রতি + অন্ত]।
প্রত্যন্তপর্বত বি. বৃহত্ পর্বতের সন্নিহিত ক্ষুদ্র পর্বত; উপশৈল।
প্রত্যন্তপ্রদেশ বি. প্রান্ত বা সীমান্তের কাছে অবস্হিত প্রদেশ বা অঞ্চল।
Leave a Reply