প্রত্যক্ষ [ pratyakṣa ] বিণ. 1 ইন্দ্রিয়গোচর, সাক্ষাত্, দৃশ্য (প্রত্যক্ষদেবতা); 2 ব্যক্ত, স্পষ্ট (প্রত্যক্ষ প্রমাণ); 3 সরাসরি, অপরোক্ষ (প্রত্যক্ষ কর)।
☐ বি. 1 ইন্দ্রিয়লব্ধ জ্ঞান; 2 জ্ঞানদ্বারা উপলব্ধি, দর্শন (প্রত্যক্ষগোচর)।
[সং. প্রতি (=সম্মুখে) + অক্ষ (=ইন্দ্রিয়, চক্ষু)]।
প্রত্যক্ষ কর বি. জনসাধারণের কাছ থেকে যে-কর সরাসরি আদায় করা হয়।
প্রত্যক্ষকারী (-রিন্) বিণ. প্রত্যক্ষ করছে এমন; নিজেই দেখেছে এমন।
প্রত্যক্ষগোচর বিণ. স্পষ্ট, ব্যক্ত, প্রকটিত।
প্রত্যক্ষজ্ঞান বি. চাক্ষুষ জ্ঞান, সরাসরি ইন্দ্রিয়ের দ্বারা লব্ধ জ্ঞান।
প্রত্যক্ষতা বি. সরাসরিভাব, সোজাসুজিভাব, অপরোক্ষতা।
প্রত্যক্ষদর্শন বি. সাক্ষাত্ দর্শন, স্বচক্ষে দেখা।
প্রত্যক্ষদর্শী (-র্শিন্) বিণ. প্রত্যক্ষদর্শনকারী, যে স্বচক্ষে দেখছে বা দেখেছে।
প্রত্যক্ষ প্রমাণ বি. দৃষ্টির বা ইন্দ্রিয়ের গোচরীভূত প্রমাণ; চাক্ষুষ প্রমাণ।
প্রত্যক্ষফল বি. কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল অর্থাত্ যে ফলের কারণ স্পষ্ট বোঝা যায়।
প্রত্যক্ষবাদ বি. জড়বাদ; দেহাত্মবাদ, positivism.
প্রত্যক্ষবাদী (-দিন্) বিণ. বি. জড়বাদ বা দেহাত্মবাদ বিশ্বাসী।
প্রত্যক্ষী (-ক্ষিন্) বিণ. প্রত্যক্ষকারী।
প্রত্যক্ষীকৃত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ করা হয়েছে এমন।
বি. প্রত্যক্ষীকরণ।
প্রত্যক্ষীভূত বিণ. পূর্বে প্রত্যক্ষ ছিল না, এখন প্রত্যক্ষ হয়েছে এমন।
বি. প্রত্যক্ষীভবন।
Leave a Reply