প্রতীপ [ pratīpa ] বিণ. 1 (জ্যামি.) ঠিক বিপরীত দিকে অবস্হিত।
☐ বি. অর্থালংকারবিশেষ-এতে প্রসিদ্ধ উপমান-বস্তু উপমেয়রূপে কল্পিত হয়, কিংবা প্রসিদ্ধ উপমান-বস্তুর নিষ্ফলতা বর্ণিত হয় (যেমন, আজ বর্ষা গাঢ়তম, ‘নিবিড় কুন্তলময় মেঘ নামিয়াছে মম দুইটি তীরে’: রবীন্দ্র)।
[সং. প্রতি + √ অপ্ + অ]।
Leave a Reply