প্রতীক্ষা [ pratīkṣā ] বি.
1 অপেক্ষা, সরুর (আর কতদিন তার প্রতীক্ষা করব?);
2 আশা, প্রত্যাশা;
3 সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা (পরীক্ষার ফলপ্রকাশের প্রতীক্ষা)।
☐ ক্রি. (কাব্যে) প্রতীক্ষা করা (প্রতীক্ষির, প্রতীক্ষিয়া)।
প্রতীক্ষমাণ বিণ. অপেক্ষাকারী; আশা বা প্রত্যাশা করছে এমন।
স্ত্রী. প্রতীক্ষমাণ।
প্রতীক্ষিত বিণ. (যার জন্য) প্রতীক্ষা করা হয়েছে এমন, অপেক্ষিত (দীর্ঘ প্রতীক্ষিত ঘটনা)।
প্রতীক্ষ্য বিণ. 1 প্রতীক্ষার যোগ্য; 2 পূজ্য, আরাধ্য।
প্রতীক্ষ্যমাণ বিণ. (যার জন্য) অপেক্ষা করা হচ্ছে এমন।
স্ত্রী. প্রতীক্ষ্যমাণা।
Leave a Reply