প্রতিষেধ [ prati-ṣēdha ] বি. 1 নিষেধ; 2 নিবারণ (রোগ প্রতিষেধ); 3 ত্যাগ, বর্জন।
[সং. প্রতি + √ সিধ্ + অ]।
প্রতিষিদ্ধ বিণ. প্রতিষেধ করা হয়েছে এমন।
প্রতিষেধক বিণ. প্রতিরোধ বা নিবারণ করে এমন, নিবারক (প্রতিষেধক টিকা)।
☐ বি. প্রতিষেধক পদার্থ।
প্রতিষেধন বি. প্রতিষেধকরণ।
Leave a Reply