প্রতিবন্ধ [ prati-bandha ] বি. বাধা, ব্যাঘাত, বিঘ্ন, অন্তরায়।
[সং. প্রতি + √ বন্ধ্ + অ]।
প্রতিবন্ধক বিণ. বাধাজনক; পরিপন্হী।
☐ বি. বাধা, অন্তরায় (পদে পদে প্রতিবন্ধক)।
প্রতিবন্ধকতা বি. 1 বাধাদান (কাজে প্রতিবন্ধকতা করা); 2 বাধা (কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা)।
প্রতিবন্ধী (-ন্ধিন্) বিণ. বি. বাধাযুক্ত; বাধাজনক; দৈহিক শক্তির একান্ত অভাবের জন্য বা অঙ্গহানির জন্য যারা আশৈশব বাধাপ্রাপ্ত মূক বধির খঞ্জ ইত্যাদি।
Leave a Reply