প্রতিপাদন [ prati-pādana ] বি. 1 যুক্তি বা প্রমাণের দ্বারা নির্ধারণ (তত্ত্বের অসারতা প্রতিপাদন করা); 2 মীমাংসা; 3 সম্পাদন।
[সং. প্রতি + √ পদ্ + ণিচ্ + অন]।
প্রতিপাদক বিণ. বি. প্রতিপাদনকারী।
স্ত্রী. প্রতিপাদিকা।
প্রতিপাদনীয়, প্রতিপাদ্য বিণ. প্রতিপাদনের যোগ্য বা বিষয়ীভূত; প্রমাণসাপেক্ষ (প্রতিপাদ্য বিষয়)।
প্রতিপাদিত বিণ. প্রতিপাদন করা হয়েছে এমন।
Leave a Reply