প্রণাম [ praṇāma ] বি.
1 প্রণতি, ভূমিতে বা পায়ের উপর আনত হয়ে অভিবাদন;
2 নমস্কার।
[সং. প্র + √ নম্ + অ]।
প্রণামি বি. প্রতিমা গুরু পুরোহিত গুরুজন প্রভৃতিকে প্রণামকালে প্রদেয় দক্ষিণা, বস্ত্র ইত্যাদি।
☐ বিণ. প্রণামকালে দেয় (প্রণামি কাপড়)।
দণ্ডবত্ প্রণাম — দণ্ডের মতো ভূমিতে পড়ে প্রণাম।
সাষ্টাঙ্গ প্রণাম — মাথা বুক দুই চোখ দুই হাত দুই হাঁটু ও দুই পা ভূমিতে প্রসারিত করে বাক্য ও ধী অর্থাত্ মনঃসংযোগসহ প্রণাম; (বর্ত. অর্থ) মাটিতে উপুড় হয়ে শুয়ে প্রণাম।
Leave a Reply