প্রচার [ pracāra ] বি.
1 প্রচলন;
2 সকলের অবগতির জন্য সবিশেষ বিজ্ঞপ্তি (ধর্মপ্রচার, সংবাদপ্রচার);
3 রটনা (কথাটাকে প্রচার করে বেড়িয়ো না);
4 প্রকাশ।
[সং. প্র + √ চর্ + অ]।
প্রচারক বিণ. প্রচারকারী।
প্রচারণ, প্রচারণা বি. প্রচারের কাজ; প্রচার।
প্রচারিত বিণ. প্রচার করা হয়েছে এমন।
প্রচারপত্র বি. ইস্তাহার বা ঘোষণাপত্র।
প্রচারমাধ্যম বি. যার মাধ্যমে প্রচার করা হয়, প্রচারযন্ত্র, গণমাধ্যম-অর্থাত্ রেডিয়ো, সংবাদপত্র, টেলিভিশন ইত্যাদি।
প্রচারযন্ত্র বি. প্রচারমাধ্যম -এর অনুরূপ।
Leave a Reply