প্রচল [ pracala ] বি. প্রচলিত রীতি বা প্রথা, convention (বি. প.)।
☐ বিণ. প্রচলিত, চালু (প্রচল রীতি)।
[সং. প্র + চল]।
প্রচলন বি. প্রবর্তন, চালুকরণ; চলন; প্রচার (নতুন বেশভূষার প্রচলন, পাশ্চাত্য শিক্ষার প্রচলন)।
প্রচলিত বিণ. প্রচলন করা হয়েছে এমন; প্রবর্তিত; চালু (প্রচলিত বিশ্বাস)।
Leave a Reply