প্রগল্ভ [ pragalbha ] বিণ.
1 দাম্ভিক, উদ্ধত;
2 ধৃষ্ট, মান্য ব্যক্তির সম্মানরক্ষা না করে কথা বলে এমন;
3 বেহায়া, নির্লজ্জ;
4 সপ্রতিভ;
5 নির্ভীক।
[সং. প্র + √ গল্ভ্ + অ]।
বি. প্রগল্ভতা।
প্রগল্ভা বিণ. প্রগল্ভ -র স্ত্রীলিঙ্গ।
☐ বি. কামান্ধা রতিকুশলা তরুণী নায়িকা।
প্রাগলভ্য বি. প্রগল্ভতা (‘দুর্নিবার পতাকার প্রাগল্ ভ্য কেবল’: সু. দ.)।
Leave a Reply