প্রগতি [ pragati ] বি.
1 জ্ঞানে বা কর্মে অগ্রগতি, উন্নতি;
2 ক্রমোন্নতি;
3 (গণি.) নিয়মিতভাবে ক্রমবর্ধমান সংখ্যা শ্রেণি, progression (বি. প.)।
[সং. প্র + গতি]।
প্রগতিপন্থী (-ন্হিন্), প্রগতিবাদী (-দিন্) বিণ. প্রগতিকামী, উন্নতিকামী।
প্রগতিশীল বিণ. উন্নতিশীল; উন্নতি বা অগ্রগতি করতে চায় বা করছে এমন।
Leave a Reply