প্রকৃতি [ prakṛti ] বি.
1 স্বভাব, চরিত্র (মানবপ্রকৃতি, যেমন আকৃতি তেমনি প্রকৃতি);
2 অভ্যস্ত আচরণ (দুষ্ট প্রকৃতি);
3 স্বাভাবিক গুণাগুণ, ধর্ম (বস্তুপ্রকৃতি);
4 বাহ্যজগত্, জগতের অকৃত্রিম পদার্থের সাধারণ নাম, নিসর্গ (প্রকৃতির কোলে বিশ্রাম, প্রকৃতির শোভা);
5 সৃষ্টির মূল বা আদি কারণ, আদ্যাশক্তি;
6 সত্ত্ব রজঃ ও তমঃ-এই ত্রিগুণের সাম্যাবস্হা;
7 সাংখ্যমতে নির্গুণ চৈতন্যময় পুরুষের বিপরীত ত্রিগুণাত্মক জড় তত্ত্ব;
8 প্রজাপুঞ্জ (প্রকৃতিরঞ্জন);
9 নারী (পুরুষ ও প্রকৃতি);
10 অবিদ্যা, মায়া;
11 (ব্যাক.) বিভক্তিহীন শব্দ বা ধাতু (প্রকৃতিপ্রত্যয়)।
[সং. প্র + √ কৃ + তি]।
প্রকৃতিগত বিণ. স্বভাবসিদ্ধ।
প্রকৃতিজ, প্রকৃতিজাত, প্রকৃতিদত্ত, প্রকৃতিসিদ্ধ বিণ. স্বভাবজাত, স্বাভাবিক; নৈসর্গিক।
প্রকৃতিপূজা বি. বৃক্ষ পর্বতাদি জড়-প্রকৃতির উপাসনা।
প্রকৃতিপ্রত্যয় বি. শব্দ বা ধাতুর বিভক্তি ও প্রত্যয়।
প্রকৃতিবাদ বি.
1 প্রকৃতির দ্বারাই জগতের সৃষ্টি ও নিয়মন সাধিত হচ্ছে এই মত, জড়তত্ত্ব;
2 শব্দের ব্যুত্পত্তিগত বা মূল অর্থের বিচার।
প্রকৃতিবিজ্ঞান বি. পদার্থবিজ্ঞান, physics, physical science.
প্রকৃতিবিরুদ্ধ বিণ. স্বভাবগত নয় এমন; অস্বাভাবিক।
প্রকৃতিস্হ বিণ. স্বাভাবিক অবস্হায় স্হিত (তখন সে প্রকৃতিস্হ ছিল না); সুস্হ, ধাতস্হ।
Leave a Reply