প্যাঁচ [ pyān̐ca ] বি.
1 পাক, মোচ়ড় (তারে প্যাঁচ দেওয়া);
2 স্ক্রু (প্যাঁচ আঁটো);
3 কূট চাল, চক্রান্ত (প্যাঁচে ফেলা, কথার প্যাঁচ);
4 কঠিন সমস্যা, সংকট (প্যাঁচে পড়েছি);
5 আক্রমণ করার বা আঁকড়ে ধরার কৌশল (কুস্তির প্যাঁচ);
6 জড়াজড়ি (ঘুড়ির প্যাঁচ)।
[ফা. পেচ্]।
Leave a Reply