পৌষ [ pauṣa ] বি. বাংলা বছরের নবম মাস।
[সং. পৌষী + অ]।
পৌষ উতসব বি. পৌষ মাসে নতুন চাল ওঠা উপলক্ষ্যে আয়োজিত উত্সব।
পৌষপার্বণ বি. পৌষ সংক্রান্তিতে নতুন চালের পিঠে প্রস্তুত করে দেবতাকে নিবেদন করার উত্সব।
পৌষসংক্রান্তি বি. পৌষ মাসের শেষ দিন।
পৌষালি বিণ. পৌষ মাস-সংক্রান্ত, পৌষ মাসে উত্পন্ন (পৌষালি ধান)।
Leave a Reply