পৌঁছা [ paun̐chā ] ক্রি. বি.
1 উপস্হিত হওয়া, উদ্দিষ্ট স্থানে আসা বা গিয়ে হাজির হওয়া (দিল্লিতে পৌঁছেছে);
2 নাগাল পাওয়া (অত উঁচুতে আমার হাত পৌঁছাবে না)।
[< প্রাকৃ. পহুচ্চ্]।
পৌঁছানো বি. ক্রি.
1 পৌঁছা;
2 উদ্দিষ্ট স্হানে রেখে আসা বা নিয়ে যাওয়া (আমাকে ওখানে পৌঁছিয়ে দাও);
3 নিকটে নিয়ে যাওয়া (চিঠিটা তার কাছে পৌঁছে দাও)।
Leave a Reply