পোষ্য১ [ pōṣya ] বিণ. প্রতিপাল্য, পালন করতে হবে এমন।
[সং. √ পুষ্ + য]।
পোষ্যপুত্র বি. দত্তকপুত্র, আনুষ্ঠানিকভাবে স্বীয় পুত্ররূপে গৃহীত ও প্রতিপালিত অপরের পুত্র।
পোষ্যবর্গ বি. প্রতিপাল্য ব্যক্তিবর্গ।
পোষণীয়, পোষ্য২ বিণ. পোষণের যোগ্য, পোষণ করতে হবে এমন; প্রতিপাল্য।
Leave a Reply