পোষানো [ pōṣānō ] বি. ক্রি.
1 শক্তি-সামর্থ্যের অনুরূপ হওয়া, কুলানো (এত দাম আমার পোষাবে না);
2 বনিবনা হওয়া (মনিবের সঙ্গে পোষাল না);
3 প্রতিপালন করানো;
4 উপযুক্ত মূল্য বা পারিশ্রমিক দেওয়া অথবা ক্ষতিপূরণ করা (খাটুনি বা লোকসান পুষিয়ে দেওয়া);
5 সহ্য হওয়া (এত পরিশ্রম শরীরে পোষাবে না)।
[পোষা1 ও পুষা দ্র]।
Leave a Reply