পৌর [ paura ] বিণ.
1 নগরের (‘দুয়ার রুদ্ধ পৌর ভবনে’);
2 পুরবাসী (পৌরজন);
3 নগর বা পুরী-সম্বন্ধীয়, মিউনিসিপ্যাল (পৌরসভা);
4 নগরের অধিবাসীরূপে প্রাপ্য, নাগরিক (পৌর অধিকার)।
☐ বি. পৌরজন (‘দেখিবামাত্র পৌরবর্গ উচ্চৈঃস্বরে হাসিয়া উঠিল’: ব. চ.)।
[সং. পুর + অ]।
পৌরপিতা বি. পৌরসভার নির্বাচিত সদস্য; পৌরপ্রধান।
পৌরপ্রধান দ্র পৌরপিতা।
পৌরমুখ্য বি. বিশেষভাবে নির্বাচিত পৌরসভার সদস্য, alderman (স.প.)।
পৌরসভা, পৌরসংঘ বি. নগরের পরিচ্ছন্নতা পথঘাট স্বাস্হ্য শিক্ষা প্রভৃতির তত্ত্বাবধায়ক স্বায়ত্তশাসিত সংস্হা, করপোরেশন, মিউনিসিপ্যালিটি।
পৌরস্ত্রী বি. পুরনারী; অন্তঃপুরবাসিনী, কুলনারী।
Leave a Reply