পোয়া1 [ pōẏā1 ] বি.
1 চারভাগের একভাগ, সিকিভাগ (পোয়া মাইল);
2 এক সেরের সিকিভাগ (এক পোয়া দুধ);
3 এক ক্রোশ বা দুই মাইলের সিকিপথ (একপোয়া পথ)।
[সং. পাদ]।
পোয়াবারো বি. 1 পাশা খেলার দানবিশেষ;
2 (ব্যঙ্গে) পরম সৌভাগ্য; অত্যন্ত সুবিধাজনক অবস্হা।
চারপোয়া দ্র চার1।
পোয়া2, পোয়ানো [ pōẏā2, pōẏānō ] যথাক্রমে পোহা ও পোহানো -র আঞ্চ রূপ।
Leave a Reply