পোদ্দার [ pōddāra ] বি.
1 মুদ্রাদির বিশুদ্ধতা-পরীক্ষক বা বিনিময়কারী;
2 যে ব্যক্তি বন্ধকি কারবার বা মহাজনি কারবার করে;
3 পদবিবিশেষ।
[ফা. ফোতহ্ + দার]।
পোদ্দারি বি.
1 পোদ্দারের বৃত্তি বা কাজ;
2 (ব্যঙ্গে) কর্তাপনা, কর্তালি, সর্দারি।
পরের ধনে পোদ্দারি দ্র পর3।
Leave a Reply