পৈশাচ [ paiśāca ] বিণ. পিশাচসম্বন্ধীয়; পিশাচসুলভ।
☐ বি. ছল কৌশল বা বলপ্রয়োগের দ্বারা সংঘটিত বিবাহপদ্ধতিবিশেষ।
[সং. পিশাচ + অ]।
পৈশাচী বিণ. পিশাচ-এর স্ত্রীলিঙ্গ।
☐ বি. উত্তর-পশ্চিম ভারতে প্রাচীন যুগে প্রচলিত প্রাকৃত ভাষাবিশেষ।
পৈশাচিক বিণ. পিশাচসুলভ; পিশাচসম্বন্ধীয়; অত্যন্ত নিষ্ঠুর বা ভয়াবহ।
স্ত্রী. পৈশাচিকী।
Leave a Reply