পেশ [ pēśa ] বি.
1 সম্মুখে স্হাপন (নজরানা পেশ করা);
2 নিবেদন, দাখিল (আরজি পেশ করা)।
[ফা. পেশ]।
পেশকস বি. নজরানা, উপহার।
পেশকার বি. যে কর্মচারী বিচারকের সামনে প্রয়োজনীয় নথিপত্র উপস্হাপিত করে বা তা সংরক্ষণ করে।
পেশকারি বি. পেশকারের কাজ বা পদ (বড়ো আদালতে পেশকারি করে)।
Leave a Reply