পেয়ার1 [ pēẏāra1 ] বি.
1 তাসখেলায় সাহেব বিবির জোড়া বা জোড়ার যেকোনো একটি;
2 একজোড়া, জুটি।
[ইং. pair]।
পেয়ার2 [ pēẏāra2 ] বি.
1 আদর, সোহাগ;
2 প্রেম, প্রীতি (পেয়ারের লোক)।
[হি. পিয়ার তু. সং. প্রিয়কার]।
পেয়ারা, পিয়ারা বি. প্রিয়পাত্র; প্রণয়ী।
পেয়ারি, পিয়ারি, প্যারি বি. (স্ত্রী.) 1 প্রিয়পাত্রী; প্রণয়িনী; 2 শ্রীরাধিকা।
Leave a Reply