পেটো1 [ pēṭō1 ] বিণ.
1 পাটের তৈরি (পেটো দড়ি);
2 পাটজাত;
3 পাটসম্পর্কিত।
[বাং. পাট + উয়া > ও]।
পেটো2 [ pēṭō2 ] বি.
1 কলাগাছের খোলা;
2 কপালের উপর পাতার মতো করে কেশবিন্যাশ (পেটো পাড়া)।
[সং. পত্র]।
পেটো3 [ pēṭō3 ] বি. (কথ্য) পটকা, ছোটো হাতবোমা।
[দেশি]।
Leave a Reply