পেট [ pēṭa ] বি.
1 উদর, জঠর;
2 পাকস্হলী (জলটুকুও পেটে থাকছে না);
3 গর্ভ (পেটে ধরা);
4 (অশি.) গর্ভসঞ্চার (পেট হয়েছে);
5 মন (পেটের কথা পেটেই রাখো);
6উদরান্ন (পেট চালানো)।
[তা. পেটু?]।
পেট আঁটা ক্রি. বি. কোষ্ঠবদ্ধ হওয়া।
পেট কাটা ক্রি. বি. (কথ্য) পেটে অস্ত্রোপচার করা।
পেট-কাটা বিণ. পেট দেখা যায় এমন (পেট-কাটা ব্লাউজ); পেট কাটা গেছে বা কাটা হয়েছে এমন।
পেট খসা ক্রি. বি. (অশি.) গর্ভপাত হওয়া।
পেট খারাপ হওয়া ক্রি. বি. উদরাময় হওয়া, পাতলা পায়খানা হওয়া।
পেট গরম হওয়া ক্রি. বি. বদহজম হওয়া।
পেঁট চলা ক্রি. বি. পেটের খোরাক জোগাড় হওয়া।
পেট চালানো ক্রি. বি. নিয়মিতভাবে পেটের খোরাক জোগাড় করা।
পেট নামা ক্রি. বি. পাতলা পায়খানা হওয়া।
পেট ফাঁপা ক্রি. বি. বদহজমের জন্য পেট বায়ু জমা।
পেট ভরা ক্রি. বি. খাদ্য খেয়ে পেট পূর্ণ হওয়া।
পেট মরা ক্রি. বি. (অনাহার বা অল্পাহারের ফলে) আহারের শক্তি হারানো।
পেটমোটা বিণ.
1 ভুঁড়িওয়ালা;
2 মধ্যদেশ স্ফীত এমন (পেটমোটা জালা)।
পেটরোগা বিণ. পেটের অসুখে প্রায়ই ভোগে এমন; দুর্বল হজমশক্তিবিশিষ্ট।
পেটসর্বস্ব বিণ. কেবল খাওয়ার কথা বলে বা ভাবে এমন; পেটুক।
পেট হওয়া ক্রি. বি. (অশি.) গর্ভসঞ্চার হওয়া।
পেটে আসা ক্রি. বি. গর্ভে জন্ম নেওয়া (সেই বছরই তাঁর প্রথম সন্তান পেটে আসে)।
পেটে থাকা ক্রি. বি. 1 হজম হওয়া (কোনো খাবারই তার পেটে থাকে না); 2 মনে গোপন থাকা (কোনো কথাই তার পেটে থাকে না)।
পেটে ধরা ক্রি. বি. গর্ভে বহন করা (এমন সন্তান পেটে ধরেছি)।
পেটে বিদ্যে থাকা ক্রি. বি. লেখাপড়া জানা।
পেটে সওয়া ক্রি. বি. হজম করতে পারা (এসব খাবার আমার পেটে সয় না)।
পেটে খিদে মুখে লাজ — মনের প্রবল বাসনা লজ্জাবশত প্রকাশ না করা।
পেটে খেলে পিঠে সয় (উক্তি) লাভের জন্য কষ্ট সহ্য করা যায়।
পেটের কথা বি. মনের কথা, মনের গোপন কথা।
পেটের ছেলে বি. নিজের গর্ভজাত ছেলে।
পেটের জ্বালা বি. খিদের জ্বালা, ক্ষুধার তাড়না।
পেটের দায় বি. ক্ষুধার তাড়না।
পেটের ভিতর হাত পা সেঁধিয়ে যাওয়া ক্রি. বি. অত্যন্ত ভীত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়া।
পেটের শত্রু বি. যে সন্তান মায়ের দুঃখের কারণ হয়।
কাঁচা পেট বি. গর্ভের প্রথম অবস্থা বা প্রসবের ঠিক পরের অবস্হা।
খালি পেট বি. ক্ষুধার্ত অবস্হা। বিপ. ভরা পেট।
নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট।
Leave a Reply