পৃষ্ঠ [ pṛṣṭha ] বি.
1 পিঠ (‘এমন সময় দিলেন পিতা পদাঘাত এক পৃষ্ঠে’: দ্বি. রা.);
2 পিছন দিক (পৃষ্ঠ প্রদর্শন);
3 উপরিভাগ, তল (ভূপৃষ্ঠ)।
[সং. √ পৃষ্ + থ]।
পৃষ্ঠদেশ বি. পিঠ; দেহের পিছনের ভাগ।
পৃষ্ঠপোষাক বিণ. সহায়ক, সমর্থক।
বি. পৃষ্ঠপোষকতা, পৃষ্ঠপোষণ।
পৃষ্ঠপ্রদর্শন বি. পলায়ন।
পৃষ্ঠবংশ বি. মেরুদণ্ড।
পৃষ্ঠব্রণ বি. পিঠের উপর উদ্গত ফোঁড়া।
পৃষ্ঠভঙ্গ বি. পরাজিত হয়ে পলায়ন।
পৃষ্ঠরক্ষক বিণ. বি. পশ্চাদ্ভাগ রক্ষাকারী, দেহরক্ষী।
পৃষ্ঠরক্ষা বি. পশ্চাদ্ভাগ রক্ষা; দেহরক্ষীর কাজ।
Leave a Reply