পৃথু [ pṛthu ] বি. পৌরাণিক রাজাবিশেষ।
☐ বিণ. 1 স্হূল, মোটা; 2 বিস্তৃত; 3 মহত্।
[সং. √ প্রথ্ + উ]।
পৃথুল বিণ.
1 বিস্তৃত, বিশাল, মহত্ (‘হে পৃথিবী, পৃথুল পৃথিবী’: সু. দ.);
2 স্হূল, মোটা (‘পৃথিবীর পৃথুল কোলে শান্ত হয়ে থাকিতে পারে না’: সু. দ.)।
পৃথুলতা বি. 1 বিস্তৃতি, বিশালতা; 2 স্হূলতা।
পৃথুস্কন্ধ বিণ. যার কাঁধ চওড়া।
Leave a Reply