পৃথিবী [ pṛthibī ] বি.
1 সূর্যকে প্রদক্ষিণকারী নবগ্রহের অন্যতম গ্রহবিশেষ;
2 ভূমণ্ডল; ভূ, ধরা, ধরণী, জগত্, পৃথ্বী।
[সং. √ প্রথ্ + ইব + ঈ]।
পৃথিবী পতি বি. ভূপতি, রাজা, সম্রাট।
পৃথিবী ব্যাপী বিণ. পৃথিবী জুড়ে হচ্ছে এমন (পৃথিবীব্যাপী দূষণ)।
পৃথিবীশ বি. রাজা, সম্রাট।
Leave a Reply