পূর্ণ [ pūrṇa ] বিণ.
1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ);
2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ);
3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া);
4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে);
5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)।
[সং. √ পুর্ + ত]।
বি. পূর্ণতা, পূর্ণত্ব।
পূর্ণকাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন।
পূর্ণগর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন।
পূর্ণগ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া।
(তু. খণ্ডগ্রাস)।
পূর্ণচন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ।
পূর্ণচ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি।
পূর্ণপক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ।
পূর্ণবয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক।
স্ত্রী. পূর্ণবয়স্কা।
পূর্ণব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম।
পূর্ণমন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
পূর্ণমাত্রা বি. পুরো পরিমাণ।
পূর্ণমাসী বি. পূর্ণিমা।
পূর্ণসংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা।
পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে।
☐ বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি।
পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer.
পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)।
পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান।
পূর্ণাবতার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ।
পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)।
☐ বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ।
পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী।
পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি।
Leave a Reply