পূজা [ pūjā ] বি.
1 আরাধনা, উপাসনা, অর্চনা;
2 ভক্তি, শ্রদ্ধা (মাকে দেবতার মতো পূজা করে);
3 সংবর্ধনা; প্রশংসা (বীরপূজা);
4 দুর্গাপূজা।
☐ ক্রি. (কাব্যে)
1 আরাধনা করা, অর্চনা করা (‘পূজিনু শিবেরে আমি’: কৃত্তি);
শ্রদ্ধা প্রদর্শন করা;
3 সংবর্ধনা করা।
[সং. √ পূজ্ + অ + আ]।
পূজাপার্বণ বি. পূজা এবং ধর্মীয় ও লৌকিক উত্সব।
পূজাবকাশ বি. দুর্গাপূজা উপলক্ষ্যে শরত্কালীন ছুটি।
পূজারি বিণ. বি. পূজাকারী, উপাসক।
☐ বি. যে নিত্য পূজা করে, পুরোহিত।
পূজারিনি বিণ. বি. (স্ত্রী.) উপাসিকা, পূজাকারিণী।
পূজার্হ বিণ. পূজার যোগ্য, পূজা।
পূজাহ্নিক বি. নিত্য আচরণীয় সন্ধ্যাবন্দনা ইত্যাদি।
পূজিত বিণ. অর্চিত, আরাধিত; সম্মানিত, সংবর্ধিত, সমাদৃত।
Leave a Reply