পুষ্প [ puṣpa ] বি.
1 ফুল, কুসুম (পুষ্পমালা);
2 স্ত্রীরজ;
3 চোখের রোগবিশেষ।
[সং. √ পুষ্প্ + অ]।
পুষ্পক বি. আকাশগামী পৌরাণিক রথবিশেষ; কুবেরের রথ।
পুষ্পকেতন, পুষ্পকেতু, পুষ্পধন্বা (ন্বন্) বি. কামদেব, মদন, কন্দর্প।
পুষ্পচাপ, পুষ্পধনু (-নুস্) বি.
1 ফুল দিয়ে তৈরি কামদেবের ধনুক;
2 কামদেব।
পুষ্পজ বি. ফুলের রস বা সার; ফুলের মধু।
পুষ্পজীবী (-বিন্) বিণ. বি. ফুলব্যবসায়ী; মালী; মালাকার।
পুষ্পদ্রব বি. ফুলের মধু, পুষ্পজ।
পুষ্পধন্বা বি. যার ধনুক পুষ্পদ্বারা গঠিত, কামদেব।
পুষ্পনির্যাস বি. ফুলের রস বা এসেন্স; ফুলের মধু।
পুষ্পপাত্র বি. (প্রধানত) ফুল রাখার থালা।
পুষ্পবতী বিণ. (স্ত্রী.) রজস্বলা, ঋতুমতী।
পুষ্পবাণ বি. ফুল দিয়ে নির্মিত কামদেবের বাণ বা তির।
পুষ্পবৃষ্টি বি. উপর থেকে পুষ্পবর্ষণ।
পুষ্পভূষণ বি. ফুল দিয়ে তৈরি অলংকার, ফুলের গহনা।
পুষ্পমধু বি. ফুলের মধু, পুষ্পজ।
পুষ্পমাস বি. চৈত্র মাস; বসন্ত ঋতু।
পুষ্পরজ, পুষ্পরেণু বি. ফুলের রেণু বা পরাগ।
পুষ্পরথ বি. পুষ্পক।
পুষ্পরস বি. ফুলের মধু।
পুষ্পরাগ, পুষ্পরাজ বি. পোখরাজ, পদ্মরাগমণি।
পুষ্পশর বি. পুষ্পবাণ।
পুষ্পসার বি. ফুলের রস।
পুষ্পস্তবক বি. ফুলের তোড়া।
পুষ্পাজীব বিণ. বি. পুষ্পজীবী, মালাকার।
পুষ্পাঞ্জলি বি. দেবতাকে নিবেদন করার জন্য অঞ্জলিপূর্ণ ফূল।
পুষ্পাধার বি. ফুল রাখার পাত্র; ফুলদানি।
পুষ্পাভরণ বি. ফুলের গহনা।
পুষ্পাসব বি. ফুলের মধু।
পুষ্পাসার বি. পুষ্পবৃষ্টি।
পুষ্পিকা বি. গ্রন্হের শেষে বা প্রত্যেক অধ্যায়ের শেষে প্রদত্ত বিষয়বস্তুর পরিচয়; ভণিতা।
পুষ্পিতা বিণ. ফুল ধরেছে এমন, কুসুমিত।
পুষ্পিতা বিণ. (স্ত্রী.)
1 কুসুমিতা (পুষ্পিতা লতা);
2 ঋতুমতী (পুষ্পিতা কন্যা)।
পুষ্পোদ্যান বি. ফুলের বাগান।
Leave a Reply