পুষা, পোষা [ puṣā, pōṣā ] ক্রি. বি.
1 লালন করা (বিড়াল পুষেছে);
2 পালন করা (সে অনেক লোককে পোষে);
3 বশে রেখে পালন করা (বাঁদর পোষা);
4 সযত্নে রক্ষা করা (আশা পুষে রাখা)।
[সং. √ পুষ্ + বাং. আ]।
পোষা1 [ pōṣā1 ] ক্রি. পোষানো।
[< সং. √ পুষ্]।
পোষা2 [ pōṣā2 ] বি. ক্রি. পুষা -র চলিত রূপ (ছাগল পোষা)।
বিণ. পালন করা হয়েছে বা পোষ মেনেছে এমন (পোষা বাঁদর)।
[পুষা দ্র]।
পোষা কুকুর (বিদ্রুপে) একান্ত অনুগত ব্যক্তি।
Leave a Reply