পুলক [ pulaka ] বি.
1 রোমাঞ্চ, ভাবাবেগবশত দেহের লোম খাড়া হওয়া, আবেশজনিত মৃদু শিহরন (‘গায়ে আমার পুলক লাগে’: রবীন্দ্র);
2 (বাং.) আনন্দ, হর্ষ।
[সং. √ পুল্ + অ + ক]।
পুলকিত বিণ.
1 রোমাঞ্চিত (‘তার স্পর্শ নিশ্চয় তোমাকে পুলকিত করেছিল’: রাজ. বসু);
2 আনন্দিত।
Leave a Reply