পুরুষ [ puruṣa ] বি.
1 নব, মানুষ (মহাপুরুষ);
2 পুংজাতীয় প্রাণী (পুরুষ স্ত্রী মিলিয়ে সংখ্যায় পাঁচ লক্ষ);
3 ঈশ্বর, পরব্রহ্ম;
4 বংশের এক স্তর (সাতপুরুষের ভিটে);
5 বংশানুক্রম, প্রজন্ম (উত্তর পুরুষ, পূর্ব পুরুষ);
6 (ব্যাক.) যার দ্বারা আমি, তুমি সে এইভাবে ব্যক্তির ভেদ বোধগম্য হয়, person (উত্তমপুরুষ);
7 আত্মা, জীবাত্মা (প্রাণপুরুষ)।
[সং. √ পৃ + উষ]।
পুরুষকার বি. পৌরুষ; দৈবনিরপেক্ষ প্রযত্ন বা উদ্যম।
পুরুষত্ব বি. ̃ পৌরুষ; তেজ; উদ্যম; পুরুষের রতিশক্তি (পুরুষত্বহীনতা)। ̃
পুরুষপরম্পরা বি. বংশানুক্রম।
পুরুষপ্রকৃতি বি.
1 সাংখ্যদর্শনের চৈতন্যময় পুরুষ ও ত্রিগুণাত্মিকা প্রকৃতি;
2 ঈশ্বর ও মায়া;
3 পুরুষ ও স্ত্রী, যুগল, মিথুন;
4 পুরুষের স্বভাব।
পুরুষপুঙ্গব, ̃ পুরুষশার্দূল, ̃ পুরুষসিংহ বি. নরশ্রেষ্ঠ।
পুরুষমানুষ বি. পুরুষ, নর।
পুরুষাঙ্গ বি. পুরুষ প্রাণীর জননেন্দ্রিয়।
পুরুষাদ্য বি.
1 পরব্রহ্ম;
2 বিষ্ণু;
3 জিনবিশেষ।
পুরুষানুক্রমিক বিণ. বংশপরম্পরায়।
পুরুষার্থ বি. পুরুষের প্রয়োজনীয় চতুর্বর্গ-ধর্ম অর্থ কাম মোক্ষ; সুখ; মুক্তি।
পুরুষালি বি. পুরুষের ভাব, পুরুষ-পুরুষ ভাব (স্ত্রীলোকের পুরুষালি অত্যন্ত দৃষ্টিকটু)।
☐ বিণ. পুরুষোচিত (পুরুষালি মেয়ে, পুরুষালি চেহারা)।
পুরুষোচিত বিণ. পুরুষের অর্থাত্ মরদের উপযুক্ত।
পুরুষোত্তম বি. শ্রেষ্ঠ পুরুষ; পরব্রহ্ম; বিষ্ণু।
Leave a Reply