পুরাতন [ purā-tana ] বিণ.
1 প্রাচীন (পুরাতন যুগ);
2 বৃদ্ধ (পুরাতন লোক);
3 পরিত্যক্ত বা সেকেলে (পুরাতন ফ্যাশন);
4 দীর্ঘপ্রচলিত (পুরাতন প্রথা);
5 অভিজ্ঞ (পুরাতন কর্মচারী);
6 দাগি (পুরাতন পাপী)।
[সং. পুরা + তন]।
পুরাতনী বিণ. (স্ত্রী.) পুরাতন অর্থে।
☐ বি. পুরোনো কালের গান।
Leave a Reply