পুরাণ [ purāṇa ] বি.
1 ভারতে বৈদিক যুগের পরবর্তী কালের ইতিহাস বা জনশ্রুতি অবলম্বনে সংকলিত গ্রন্হাদি (বিষ্ণুপুরাণ, ভাগবতপুরাণ); প্রসিদ্ধ অষ্টাদশ পুরাণ;
2 প্রাচীন কাহিনি (গ্রিক পুরাণ)।
☐ বিণ. পুরাতন, প্রাচীন (পুরাণকাহিনি)।
[সং. পুরা +ন তু পুরাতন তু. প্রাকৃ. পুরাঅণ]।
পুরাণকর্তা (-র্তৃ), ̃ কার বিণ. পুরাণ-রচয়িতা।
পুরাণপুরুষ বি. পরব্রহ্ম, বিষ্ণু।
পুরাণপ্রসিদ্ধি বি. পুরাণে উল্লেখ; অতি প্রাচীন খ্যাতি।
Leave a Reply