পুরা1 [ purā1 ] অব্য. পূর্বে, পূর্বকালে।
[সং. পূর্ব]।
পুরা2, পোরা [ purā2, pōrā ] ক্রি. বি.
1 পূর্ণ করা, ভরতি করা;
2 ভরা, ঢুকানো (ঝুলিতে কাপড় পুরে রাখা);
3 ভিতরে আবদ্ধ করা (জেলে পোরা, সিন্ধুকে পুরে রাখা)।
[< সং. পূর্ণ]।
পুরা3 [ purā3 ] (সাধু.) বিণ.
1 পরিপূর্ণ (পুরা কলসি);
2 সম্পূর্ণ, অখণ্ড (পুরা বাড়িটাই চাই)।
☐ বিণ. পূর্ণভাবে, পুরোপুরি।
[সং. পূর্ণ]।
Leave a Reply