পুরস্কার [ puraskāra ] বি.
1 পারিতোষিক, কৃতিত্বের জন্য প্রদত্ত পারিতোষিক, ইনাম, বকশিশ;
2 অভ্যর্থনা, পূজা (‘বসাইলা আসনে তারে করি পুরস্কার’: চৈ. ভা);
3 (ব্যঙ্গে বা খেদে) প্রতিদান (তোমাদের জন্য সারাজীবন যা করেছি-এই কি তার পুরস্কার?);
4 সমাদর; সম্মান (‘বণিক সমাজে তারে করে পুরস্কার’: ক.ক.)।
[সং. পুরস্ + √ কৃ + অ]।
Leave a Reply