পুর1 [ pura1 ] বি. যা পিঠে মিষ্টান্ন ইত্যাদির ভিতরে পোরা হয় (ক্ষীরের পুর, নারকেলের পুর).
[পুরা2 দ্র]।
পুর2 [ pura2 ] বি. 1 গৃহ, আলয়, ভবন (নন্দপুর); 2 নগর, শহর (হাস্তিনাপুর); 3 অন্তঃপুর (পুরনারী)।
[সং. √ পৃ + অ]।
পুরদ্বার বি. নগরের বা গৃহের দ্বার।
পুরনারী, ̃ পুরস্ত্রী বি. 1 অন্তঃপুরবাসিনী নারী; 2 কুলনারী।
পুরবাসী (-সিন্) বিণ. বি. নগরবাসী; গৃহস্হ।
স্ত্রী. ̃ পুরবাসিনী।
Leave a Reply