পুনরুত্থান [ punarutthāna ] বি.
1 আবার ওঠা, আবার জেগে ওঠা বা সক্রিয় হওয়া (রাজবংশের পুনরুত্থান);
2 (খ্রিস্ট ধর্মে) মৃত্যুর পর সমাধি থেকে উত্থান, মৃত্যুর পর জিশুর সশরীরে সমাধি থেকে পুনর্জীবনলাভ বা শাশ্বত জীবনলাভ।
[সং. পুনঃ + উত্থান]।
বিণ. পুনরুত্থিত।
Leave a Reply