পুত্র [ putra ] বি. 1 পুরুষসন্তান, ছেলে, তনয়; 2 পুত্রস্হানীয় ব্যক্তি।
[সং. পুত্ + √ ত্রৈ + অ]।
পুত্রক বি. 1 অতি অল্পবয়স্ক বালক; 2 পুত্র (অপুত্রক); 3 স্নেহের পাত্র।
পুত্রকা, পুত্রিকা বি. (স্ত্রী.) 1কন্যাসন্তান, কন্যা, মেয়ে; 2 দত্তা কন্যা; 3 পুতুল।
পুত্রকাম বিণ. পুত্র লাভ করতে চায় এমন।
স্ত্রী. ̃ পুত্রকামা।
পুত্রবধূ বি. (স্ত্রী.) পুত্র বা পুত্রস্হানীয়ের স্ত্রী।
পুত্রী বি. (স্ত্রী.) (কাব্যে) কন্যাসন্তান, মেয়ে (‘যাও পুত্রী, ডাকো পুরোহিতে’: রবীন্দ্র).
পুত্রীয় বিণ. পুত্রসম্বন্ধীয়; পুত্রের নিমিত্ত।
পুত্রেষ্টি বি. পুত্রকামনায় অনুষ্ঠিত যজ্ঞবিশেষ।
Leave a Reply