পুঁথি [ pun̐thi ] বি. 1 হাতে-লেখা প্রাচীন বই; 2 পুস্তক (পুঁথিগত বিদ্যা)।
[সং. পুস্তিকা-তু. প্রাকৃ. পুত্থিয়া, হি. পোথী]।
পুঁথিগত বিণ. 1 পুঁথি থেকে আহৃত; 2 কেবল পুঁথিতেই নিবদ্ধ এবং কার্যকালে নিষ্ফল।
পুঁথি বাড়ানো ক্রি. বি. বিনা প্রয়োজনে বাড়িয়ে লেখা বা বলা।
পুঁথিশালা বি. গ্রন্হাগার, লাইব্রেরি।
Leave a Reply