পুঁতা, পোঁতা [ pun̐tā, pōn̐tā ] ক্রি. বি.
1 ভূমি গৃহতল প্রাচীর প্রভৃতির নীচে ঢুকিয়ে রাখা, গাড়া (মাটির নীচে পুঁতে রেখেছে);
2 রোপণ করা (চারাগাছ পোঁতা)।
☐ বিণ. উক্ত অর্থে।
[< সং. প্রোথ্ + বাং. আ]।
পুঁতানো, পোঁতানো ক্রি. বি.
1 রোপণ করানো;
2 গাড়ানো।
☐ বিণ. উক্ত দুই অর্থে।
Leave a Reply