পুট1 [ puṭa1 ] বি. মেরুদণ্ড থেকে বগল পর্যন্ত দেহাংশ বা তার দৈর্ঘ্য; কাঁধের কাছে শিরদাঁড়া থেকে হাতের সন্ধি পর্যন্ত অংশ (পুটের মাপ)।
[হি. পুট্টা]।
পুট2 [ puṭa2 ] বি. আধার, পাত্র, কোষ (করপুটতলে);
2 কৌটো;
3 ঠোঙা (পত্রপুট, পর্ণপুট);
4 যা দিয়ে ধরা বা আবৃত করা যায় (কক্ষপুট, চঞ্চুপুট);
5 ওষুধের পাকপাত্র, মুচি (পুটপাক)।
[সং. √ পুট্ + অ]।
পুটক বি. ঠোঙা, গাছের পাতা ইত্যাদি দিয়ে তৈরি পাত্র।
পুটপাক বি. মাটি বা অন্য পদার্থ দিয়ে বিশেষভাবে তৈরি পাত্রে জ্বাল দিয়ে ওষুধ তৈরি।
Leave a Reply