পুঁজি [ pun̐ji ] বি.
1 সঞ্চিত ধন, যে অর্থ নিয়ে ব্যাবসা আরম্ভ হয়, মূলধন;
2 সম্বল (সততাকে পুঁজি করে কাজে প্রবৃত্ত হল)।
[সং. পুঞ্জ]।
পুঁজিপতি বি. প্রচুর পুঁজির মালিক।
পুঁজিপাটা বি. সঞ্চিতধনসম্পত্তি; সঞ্চিত টাকাপয়সা ও অন্যান্য সম্পদ; স্হাবর ও অস্হাবর সম্পত্তি।
পুঁজিবাদ বি. যে আর্থনীতিক ব্যবস্থায় ব্যক্তিগত সম্পদ বা পুঁজি উত্পাদনে ব্যবহৃত হয়; যে ব্যবস্হায় পুঁজিপতি উত্পাদন পদ্ধতিকে নিয়ন্ত্রণ করে এবং পুঁজির মালিকের ব্যক্তিগত মুনাফা স্বীকৃত হয়, ধনতন্ত্রবাদ, capitalism.
পুঁজিবাদী (-দিন্)
☐ বিণ. পুঁজিবাদসম্বন্ধীয় (পুঁজিবাদী অর্থব্যবস্হা)।
☐ বি. পুঁজিবাদের অংশীদার বা সমর্থক।
Leave a Reply