পোঁছা১ [ pōn̐chā1 ] বি.
1 মাছের লেজের অংশ;
2 হাতের কবজি থেকে প্রান্তভাগ পর্যন্ত অংশ।
[সং. পুচ্ছ]।
পুঁছা, পোঁছা২ [ pun̐chā, pōn̐chā ] ক্রি. বি. মোছা (ধোয়া-পোঁছা)।
☐ বিণ. উক্ত অর্থে।
[< সং. প্র + √ উঞ্ছ্ + বাং. আ]।
পুঁছানো, পোঁছানো ক্রি. বি. মোছানো।
Leave a Reply